Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিশ্ব মানবাধিকার দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস’ ১৭ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় আরডি হলে এক আলোচনা সভা, শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন-অবসরপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি এডভোকেট সফিকুর রহমান চৌধুরী, লাখাই উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাসিত চৌধুরী, সদর উপজেলা সম্পাদক নুরুন্নবী মিন্টু, জেলা কমিটির সদস্য এডভোকেট মুখলিছুর রহমান প্রমুখ।
সভায় বক্তাগণ রোহিঙ্গা ইস্যু সহ বিশ্বের বিভিন্ন দেশে অবহেলিত, অধিকার বঞ্চিত এবং নানাভাবে নির্যাতিত জনগোষ্ঠীর উপর অত্যাচার, নির্যাতন বন্ধে এবং মানবাধিকার সংরণ ও বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সুন্দর ও শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালনের জন্য সমাজসেবী, মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের সচেতন জনগণের প্রতি আহবান জানান। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আহমেদ ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা কমিটির নির্বাহী সদস্য এডঃ মহনমোহন হন দেবনাথ