Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ৮ ডিসেম্বর আজমিরীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী। সভায় বক্তাগন বলেন, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মেঘনা রিভার ফোর্সের কোম্পানী কমান্ডার (অবঃ) সেনা কর্মকর্তা ফজলুর রহমান চৌধুরীর বলিষ্ট নেতৃত্বে সহযোদ্ধা ও হাজারো জনতাকে নিয়ে আজমিরীগঞ্জের ঐতিহাসিক গরুহাটা ময়দানে লাল সবুজের রক্তিম পতাকা উত্তোলন করেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও মেঘনা রিভার ফোর্সের সদস্য বীর মুক্তিযোদ্ধা মর্তুজ আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমিরীঞ্জ থানার ওসি ইকবাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান লাল, মুক্তিযোদ্ধা প্রেমানন্দ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সুজাত মিয়া, জালাল মিয়া, আব্দুছ সোবহান, মনোরঞ্জন দাশ, উপজেলা কৃষকলীগ সভাপতি খালেদুজ্জামান, থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবীর, এএসআই তোহা মিয়া, আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব দীন বন্ধু দাশ, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, মোঃ সুহান মিয়া, পায়েল মিয়া, মোয়াজ্জেম হোসেন, অলিউর রহমান, কালী দাশ, আওলাদ মিয়া, সাহাব উদ্দিন, বকুল মিয়া প্রমূখ। অনুষ্ঠানে জলসুখার বাউল শিল্পী শাহিনুর মিয়া মুক্তিযোদ্ধের গান পরিবেশন করে সবাই মুগ্ধ করে তোলে।