Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ রোভার স্কাউটের প্রথম বাইসাইকেল রোভার এ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের ব্যবস্থাপনা ও পরিচালনায় “প্রকৃতির জন্য আমরা, আমাদের জন্য প্রকৃতি” এই প্রতিপাদ্য নিয়ে সিলেট বিভাগের প্রথম এ্যাডভেঞ্চার ক্যাম্প ও বাংলাদেশে রোভার স্কাউটদের নিয়ে প্রথম বাই সাইকেল রোভার এ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান ৮ ডিসেম্বর শুক্রবার তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের কমিশনার মোঃ ইলিয়াছ বখত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রোভারের কোষাধ্যক্ষ মোঃ আজিজুল হাছান শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের সম্পাদক ও প্রথম বাই সাইকেল রোভার এ্যাডভেঞ্চার ক্যাম্পের ক্যাম্প চীফ এডভোকেট মোহাম্মদ আবদুল কাইয়ূম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপক কাজী মোঃ এমদাদুল হক, হবিগঞ্জ মুক্ত স্কাউটসের সহ-সভাপতি এম.এ. কাইয়ূম চৌধুরী শাহীন, তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কালাম, জেলা রোভার স্কাউট লিডার ফখরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক রনজিৎ কুমার দাশ ও আর এস এল আমিনুর রহমান। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ডেপুটি ক্যাম্প চীফ (প্রোগ্রাম) আবু সাঈদ কাশেম। ৭-১০ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী ১ম বাই সাইকেল রোভার এ্যাডভেঞ্চার ক্যাম্পে ৩৬ জন রোভার স্কাউটসহ মোট ৪৫ জন অংশগ্রহণ করেছেন।