Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে যাত্রী ছাউনি নেই। যাত্রীদের চরম দুর্ভোগ

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বর সহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যাত্রী ছাউনি না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারী বেসরকারী ও বিদেশী কোম্পানীর মিল কারখানা স্থাপনাগার এবং স্কুল কলেজ যাওয়া ছাত্র-ছাত্রীরা রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে গাড়ীর জন্য অপেক্ষা করতে হচ্ছে। দুরপাল্লার শত শত যাত্রী রোদে  পোড়ে বৃষ্টিতে ভিজে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছে। জগদীশপুর মুক্তিযোদ্ধা গোল চত্বরে যাত্রী ছাউনি না থাকায় শিশু কিশোরদের নিয়ে চরম বিপাকে পড়তে হয় অভিভাবকদের। জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে জরুরী ভিত্তিতে যাত্রী ছাউনি নির্মাণ করা প্রয়োজন। স্কুল ছাত্রী মর্জিনা আক্তার বলেন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের কর্মকর্তাদের সুদৃষ্টি না থাকায় আমাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। স্কুল কলেজের ছাত্রী ও মহিলা কর্মীর মত শত শত পথচারীরা চরম দুভোর্গের শিকার হন জগদীশপুর মুক্তিযোদ্ধা গোল চত্বরে। মহাসড়কের কোনো কোনো স্থানে সরকারীভাবে উন্নয়নের ছোঁয়া লাগলেও জগদীশপুর মুক্তিযোদ্ধা গোল চত্বরটি পড়ে আছে অযতœ আর অবহেলায়। দেখার যেন কেউ নেই। এলাকাবাসী দুর্ভোগ লাঘবে জগদীশপুর মুক্তিযোদ্ধা গোল চত্বরের উন্নয়নে সরকারীভাবে যাত্রী ছাউনি নির্মানের দাবী জানিয়েছেন।