Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ১৬ ধুমপায়ীকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ১৬ ধুমপায়ীকে অর্থ দণ্ড ও কারাদণ্ড দিয়েছে তামাক বিরোধী টাস্কফোর্স। গতকাল দুপুরের দিকে মাধবপুর উপজেলা সদরে তামাকমুক্ত সিলেট প্রকল্প ‘সীমান্তিক’ এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের পরিচালনায় তামাক বিরোধী উপজেলা টাস্কফোর্স ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। টাস্কফোর্সের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান এর ভ্রাম্যমান আদালত মাধবপুর সদরের বিভিন্ন পাবলিক প্লেসে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে আরজু মিয়া, কানু মিয়া, সুকুমার দাশ, ইসাক মিয়া, সুধাংশু কর্মকার, ফিরোজ মিয়া, সোহাগ মিয়া, জসিম উদ্দিন, পরিমল পাল, প্রজেস শীল, তারা মিয়া, পরিমল রায়, সাবুধ আলী ও বাবুল মিয়াকে ১শ টাকা করে অর্থদণ্ড এবং আকছির মিয়াকে ৩শ টাকা অনাদায়ে ২ দিনের ও তানজির মিয়াকে ১শ টাকা জরিমানা অনাদায়ে ১দিন বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। এ সময় তার সাথে ছিলেন টাস্কফোর্স সদস্য ডাঃ ইমরুল হাসান, সাংবাদিক আবুল হোসেন সবুজ, সীমান্তিকের এডভোকেসি অফিসার মিজানুর রহমান ও ফিল্ড অফিসার আব্দুল হামিদ প্রমুখ। এর পূর্বে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা তামাক বিরোধী টাস্কর্ফোসের এক সভা অনুষ্ঠিত হয়। টাস্কফোর্স সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে ও সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত মোতাবেক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।