Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্কুলের নতুন ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন এমপি বাবু

472,0,7120,704,1106,85,1013,63,60,194,30173,0

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামে প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, ৫৪ লাখ টাকা ব্যয়ে কসবা গ্রামে একটি পাকা রাস্তা ও বান্দের বাজার থেকে প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে বক্তারপুর গ্রামের পাকা রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানের সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এন আলী এহিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এলজিইডির প্রকৌশলী সৈয়দুর রহমান, নবীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শামিম আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, জেলা যুবসংহতির সাবেক যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন সুমন প্রমুখ। পরে মুনিম চৌধুরী বাবু এমপি বান্দের বাজারে বক্তারপুর গ্রামের পাকা রাস্তা কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, এলজিইডির প্রকৌশলী সৈয়দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, রাকিল হোসেন, আব্দুল কাইয়ুম, মিলাদ হোসেন সুমন, নুরুল আমীন পাঠান, ইউপি সদস্য শামসুন্নাহার, সাজিয়া বেগম, আব্দুর রউফ প্রমুখ।