Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌর অটো রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ২ দফা দাবীতে প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর অটো রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ২ দফা দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে খোয়াই নদীর উত্তর পাড়স্থ আবুল মিয়া মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আশরাফুল আলম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকিবুজ রহমান আলমগীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আবুল হাশিম।
বিশেষ অতিথি ছিলেন তরুণ ব্যবসায়ী ফয়সল আহমেদ, সমাজ সেবক আবুল কাশেম রুবেল, শ্রমিক নেতা কামাল উদ্দিন খান, ব্যবসায়ী নাসির উদ্দিন বাবু, তাজুল ইসলাম, মহিবুর রহমান, মনোয়ার হোসেন মনর, সংগঠনের সহ-সভাপতি আব্দুল জব্বার, শ্রমিক নেতা হাসন আলী, আলা উদ্দিন, আব্দুল হামিদ, শামীম আহমেদ, সেলিম মিয়া, আব্দুস সালাম, রুবেল মিয়া, আব্দুল আমিন। এছাড়াও সভায় শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় অটো রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে হবিগঞ্জ পৌরসভা ও জেলা আইন শৃংখলা কমিটির নিকট ২টি দাবী তুলে ধরেন। দাবীগুলো হল, ১, ২০১৩, ১৪ ও ১৫ সাল পর্যন্ত আমরা বৈধভাবে রাজস্ব দিয়ে অটোরিক্সা চালিয়ে আসছি। কিন্তু ২০১৫ সালে হঠাৎ করে আমাদের বরাদ্ধকৃত নাম্বার প্লেইট পৌর কর্তৃপক্ষ বাতিল করে। আমার পৌরসভাকে রাজস্ব দিয়ে অটোরিক্সা চালিয়ে পরিবার পরিজন নিয়ে বাচতে চাই। ২, হবিগঞ্জ পৌরসভা টমটম নামক অটো গাড়ীর ১২শ প্লেইট নাম্বার ছাড়পত্র দিয়েছেন। আমরা ৫ শ অটো রিক্সার ছাড়পত্র চাই।