Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে গণপরিবহণে ডাকাতি ॥ দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর গোল চত্তরের অদুরে বেজুড়া নামকস্থানে দুটি গাছ ফেলে যাত্রীবাহী বিভিন্ন পরিবহনে ডাকাতি সংগঠিত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত ওই এলাকার মহা-সড়কের দু’পাশে দু’টি গাছ কেটে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে। এ সময় ডাকাতরা বেশ কয়েকটি প্রাইভেটকার ও মাইক্রোবাস আটকিয়ে যাত্রীদের তারধর করে তাদের নিকট থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও দুই কাতার যাত্রীর কাছ থেকে তাদের পাসপোর্ট ছিনিয়ে নেয়। ডাকাতদের প্রহারে কাতার যাত্রী মৌলভী বাজারের বাউরভাগ গ্রামের রুবেল মিয়া ও একই গ্রামের সাইদুর রহমানসহ ৫/৬ জন আহত হন। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ওই দুই যাত্রীর পাসপোর্ট ছিনিয়ে নেয়ার তাদের বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে বলে তারা জানান।
ওই এলাকায় বেশ কয়েকটি ট্রাক ও যাত্রীবাহী বাস ডাকাত দলের কবলে পড়ে। এ ঘটনায় রাত সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই মানুষের হইহুল্লুরের শব্দে ডাকাতদল পালিয়ে যায়। আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। দূর্বৃত্তদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।