Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে কেয়া চৌধুরী এমপি নিজে কাঁদলেন, কাঁদালেন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপি কাঁদলেন, কাঁদালেন হাজার হাজার মানুষকে। তার উপর গত ১০ নভেম্বর উপজেলার মিরপুরে সন্ত্রাসী হামলার বর্ণনাকালে তিনি কাঁন্নায় ভেঙে পড়েন। এ পরিস্থিতিতে সমবেত দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও চোখের জল ধরে রাখতে পারেননি। গতকাল শুক্রবার তিনি উপজেলার ৭ ইউনিয়নের অন্তত ১০টি বাজারে পথসভায় বক্তব্য রাখেন। মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে নেতাকর্মীরা সমগ্র উপজেলা প্রদক্ষিণ করেন। উপজেলার মিরপুর থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে সমগ্র উপজেলা ঘুরে নন্দনপুর বাজারে এসে শেষ হয়। প্রসঙ্গতঃ গত ১০ নভেম্বর উপজেলার মিরপুর বাজারে বেদে সম্প্রদায়ের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণকালে কেয়া চৌধুরী এমপি সন্ত্রাসী হামলার শিকার হন। পরে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা ও বিশ্রাম শেষে গতকাল শুক্রবার তিনি তার জন্মস্থান বাহুবল উপজেলায় আসেন।
শুক্রবার বাদজুমআ হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী শায়েস্তাগঞ্জে পৌঁছলে সেখানে সমবেত জনতার উদ্দেশ্যে প্রথম বক্তব্য দেন। পরে বাহুবল উপজেলা সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃত্বে শত শত নেতাকর্মী মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বাহুবল উপজেলায় নিয়ে আসেন। শোভাযাত্রা চলাকালে কেয়া চৌধুরী এমপি সমবেত জনতার উদ্দেশ্যে মিরপুর চৌমুহনী, নতুনবাজার, রশিদপুর বাজার, বাহুবল বাজার, ডুবাঐ বাজার, পুটিজুরী বাজার, দ্বিগাম্বর বাজার, স্নানঘাট বাজার, ফতেহপুর বাজার, সোয়াইয়া বাজার, মানিকা বাজার ও নন্দনপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন।