Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পুকুর সেচ দিয়ে মাছ লুট ॥ জমি চাষাবাদ অনিশ্চিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুকুর সেচ দিয়ে মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে পুকুরের পানি সেচ দেয়ায় জমি চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে পুকুর মালিকের। এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে। মামলার বাদী পুকুর দাবিদার মালিক হলেন, ওই গ্রামের মুকিত মিয়া। মামলায় একই গ্রামের এবাদ মিয়াসহ কয়েকজনকে আসামী করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মুকিত মিয়া এবং এবাদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এবাদ মিয়াসহ তার পক্ষের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অনেক মামলা মোকদ্দমা রয়েছে। একটি চাঁদাবাজি মামলায় হাজতবাস শেষে এবাদ ও তার পরিবারের লোকজন বাড়িতে আসার পরই মুকিত মিয়াকে নানা হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা মুকিত মিয়াকে মামলা তোলার জন্য প্রাণনাশের হুমকী দেয়। বিষয়টি তিনি স্থানীয় মুরুব্বীয়ানদের অবগত করেন। এরই মধ্যে ২৭ নভেম্বর রাতে মুকিত মিয়ার মালিকানাধীন পুকুরটি এবাদ মিয়া ও তার লোকজন পানি সেচে প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। মুকিত মিয়া জানান, যে পুকুরটি তারা সিচে দিয়ে মাছ লুট করেছে ওই পুকুরের পানি দিয়ে তিনি প্রায় ৮ কেদার জমি চাষাবাদ করে থাকেন। কিন্তু পানি সেচ দেয়ার কারণে জমিগুলো অনাবাদি থাকার আশঙ্কা করছেন তিনি। এতে মুকিত মিয়ার আরো লক্ষাধিক টাকার ক্ষতি হবে। এদিকে মামলা দায়ের করে মুকিত মিয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।