Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশন ইউ,কের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৫০ জন ছাত্র/ছাত্রীদের নিয়ে গতকাল বাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশন ইউ,কের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৭ অনুষ্টিত হয়। অংশগ্রহনকারী বিদ্যালয় গুলি হল, বাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাজির গাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড় ভাকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমরা খাই (২) সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখ্য, আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশন ইউ,কে হত দরিদ্রদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগীতা করে আসছে। উক্ত ফাউন্ডেশনের নতুন করে যোগ হল শিক্ষা বৃত্তি। প্রথম বারের মত ৫০জন শিক্ষার্থী নিয়ে ছয়টি বিষয়ে ১০০ নম্বরে পরীক্ষা নেয়া হয়। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবুল আজাদ, হল সুপারের দায়িত্ব পালন করেন, আমরা খাই (২) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, সহ-হল সুপারের দায়িত্ব পালন করেন রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোমেন রঞ্জন দাশ। আগামী ৪ ডিসেম্বর পরীক্ষার ফলাফল যানানো হবে। আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশন  ইউ,কের কর্ণদার আঙ্গুর মিয়ার তত্ত্বাবধানে ইমরুল ইসলামের পরিচালনায় উক্ত বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। আগামিতেও শিক্ষা বৃত্তি সহ সার্বিক সহযোগীতা প্রকাশ করেন উক্ত সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের পরিচালকবৃন্দ। বৃত্তি পরীক্ষায় উপস্থিত থেকে সহযোগীতা ও ফাউন্ডেশনের শুভ কামনা করেন, কাজীর গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার দাশ, বড় ভাকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দাশ, শৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দাশ, ছোট ভাকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ, হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান, স্টার ফিউচার কে,জি এন্ড হাই ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সাংবাদিক ফরিদ আহমদ শিকদার, দৈনিক মানবকন্ঠ নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান। আইনগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, বিবিয়ানা মডেল স্কুলের সহকারী শিক্ষক আঃ কাদির, সুলেমান মিয়া, নানু মিয়া, আজমল হোসেন প্রমূখ।