Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চ্যানেল আই’র সংবাদে চার পর্বে ৪ দিন প্রচারিত হবে হবিগঞ্জের বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে থেকে চ্যানেল আই সংবাদে চার পর্বে ৪দিন প্রচারিত হবে হবিগঞ্জের বাক-প্রতিবন্ধি অসহায় কিশোরীর করুণ-দশা, অন্ধত্বের কবল থেকে রক্ষা পাওয়া কলেজ ছাত্রী ও শতবর্ষী শিক্ষককে নিয়ে বিশেষ প্রতিবেদন। গত বৃহস্পতিবার জনপ্রিয় চ্যানেল, চ্যানেল আই’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ-এর সহযোগিতায় চ্যানেল আই সিনিয়র স্টাফ রিপোর্টার মোস্তফা মল্লিক ও সিনিয়র ক্যামেরা পার্সন মামুন আহমেদ এর সরজমিন প্রতিবেদন গুলো ক্যামেরাবন্দি করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। আজ সকাল সময় সাপেক্ষে সকাল ৭টা, ৯টা, দুপুর ২টা, বিকাল ৫টা, সন্ধ্যা ৭টা ও (অবশ্যই) রাত সাড়ে ১০টার শিা সংবাদে প্রচার হবে হবিগঞ্জ শহরের চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী ভট্টাচার্য্য ও সিভিল সার্জন অফিসের কর্মচারী হিমেন্দ্র ভট্টাচার্য্যরে এক মাত্র কিশোরী মেয়ে বাক-প্রতিবন্ধি মিথিলা ভট্টাচার্য্যকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। প্রতিদিন মিথিলার অসহায় পিতামাতা তাকে বাসায় তালাবদ্ধ করে কাঠের সাথে বেধে রেখে স্কুল ও অফিসে যাওয়ার করুন কাহিনী।