Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শান্তিপূর্ণ হরতাল পালন করায় হবিগঞ্জবাসীকে ধন্যবাদ

প্রেস বিজ্ঞপ্তি ॥ অন্যায়ভাবে বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে চাউল, পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবীতে সিপিবি-বাসদ-বামমোর্চার আহ্বানে ঘোষিত আধা বেলা হরতাল পালন করায় হবিগঞ্জবাসীকে ধন্যবাদ জানান জেলা সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার নেতৃবৃন্দ। হরতাল চলাকালে সকাল ৬টায় হরতালের সমর্থনে খোয়াই ব্রীজ থেকে শহরের প্রধান সড়কে পিকেটাররা মিছিল করে। ৮টার দিকে মিছিলটি সাইফুর রহমান টাউন হলের সামনে গেলে পুলিশ বাধা দেয়। বাধা অতিক্রম করে মিছিলটি কোর্ট মসজিদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খান, জেলা বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জসীম উদ্দিন, ছাত্রফ্রন্ট নেতা বাপন পাল, প্রসাদ চৌহান।
সভায় হরতাল পালনে পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেন এবং বলেন বিদ্যুতের বর্ধিত বিল প্রত্যাহার এবং জিনিসপত্রের দাম না কমালে জনগণকে সাথে নিয়ে দাবী আদায়ে সরকারকে বাধ্য করা হবে।