Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মাছের ড্রাম ভর্তি গাজাসহ ২ ব্যবসায়ী আটক

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চলছে অভিনব কায়দায় মাদক পাচার। মাদক ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে কোটি কোটি টাকার মাদক ব্যবসা চালাচ্ছে। অতি গোপনে একের পর এক মাদকের চালান আসলেও পুলিশসহ আইনশৃংখালা বাহিনী মাদক ব্যবসায়ীদের আটক করতে পারছে না। বুধবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদিশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) আহসান হাবিব ও এসআই মুসলিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানকালে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি করা হয়। এ সময় পিকআপ ভ্যানের ভিতর মাছের ড্রামের মধ্যে অভিনব কায়দায় লোকানো ৩৫ কেজি আটক করে ডিবি পুলিশ। এ সময় গাড়ীর চালকসহ ২ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামের রমিজ আলীর পুত্র মাদক সম্রাট নুরুল ইসলাম (৩৬) ও বালিয়ারী গ্রামের মাহতাব আলীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী ছায়েদ আলী (৩৮)।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আহসান হাবিব জানান, মাদক ব্যবসায়ীরা পিকআপ ভ্যানে রক্ষিত মাছের ড্রামের ভেতর ভরে গাজা নিয়ে যাচ্ছিল। পুলিশ পিকআপ ভ্যান ও গাঁজাভর্তি ড্রাম জব্দ করে। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।