Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে স্পট মিটারিং কার্যক্রম শুরু

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচং উপজেলায় ধারাবাহিকভাবে চলছে স্পট মিটারিং কার্যক্রম। গতকাল ৫নং দৌলতপুর ইউনিয়নে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বানিয়াচং জোনাল অফিসের ডিজিএম মোঃ আবু জাফর। সকাল ৯ টায় স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন করেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান। অনুষ্টান পরিচালনা করেন বানিয়াচং জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) কাজী রকিবুল ইসলাম। সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত ১শত ৬টি আবেদন গ্রহন করে জিডির টাকা জমা নিয়ে ১শ ৬ জনকে গ্রাহককেই বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন বানিয়াচং জোনাল অফিসের ইসি মশিউর রহমান, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ আলা উদ্দিন, ওয়্যারিং পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, শহিদুজ্জামানসহ পল্লী বিদ্যুতের এক ঝাক কর্মী। তাৎক্ষনিক আবেদন করে সাথে সাথে বিদ্যুৎ পাওয়ায় অনেক গ্রাহক সন্তোষ প্রকাশ করে এ কার্যক্রম চলমান রাখার আহবান জানান। এ বিষয়ে ডিজিএম মোঃ আবু জাফর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়ার জন্য যে অঙ্গিকার করেছে, আমরা সেটা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। হয়রানি রোধের জন্য বিদ্যুত সংযোগ পেতে সরাসরি গ্রাহককে অফিসে এসে যোগাযোগ করার জন্যও তিনি অনুরোধ জানান।