Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র প্রাকৃতিক মৎস্য ভান্ডারকে সমৃদ্ধ করতে শিঘ্রই উদ্যোগ নেয়া হবে

বাহুবল প্রতিনিধি ॥ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বাহুবলের প্রাকৃতিক মৎস্য সম্পদকে পরিচর্চার মাধ্যমে সমৃদ্ধ করা হবে। এ জন্য শিঘ্রই প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে উপজেলার হাওড়গুলোকে মিঠা পানির মাছের অভয়ারণ্যে পরিণত করার সকল উদ্যোগ নেয়া হবে। হাঁস-মুরগীর খামার গড়ে প্রতিষ্ঠার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা করে ঋণ দিচ্ছে। এ ঋণের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে বেকারত্ম দূরিকরণ সম্ভব। গতকাল রবিবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বাহুবল  মডেল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সংগঠনের সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সামছুদ্দিন-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের এমপি এমএ মুনিম চৌধুরী বাবু ও সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য প্রমুখ। প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ গতকাল সকালে বাহুবল পৌঁছে উপজেলার পূর্ব জয়পুর গ্রামে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্যে বাসায় চা চক্রে মিলিত হন। পরে তিনি ওই গ্রামে শ্রী শ্রী শচী অঙ্গন ধাম-এর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। প্রফেসর নিখিল রঞ্জন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, বাহুবল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, প্রকৌশলী মনোজ বিকাশ দেবরায়, মিন্টু দে, বিকাশ দেব প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সার্কেল মোজাম্মেল হক, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম সামছুদ্দিন প্রমুখ। সফরকালে প্রতিমন্ত্রী স্থানীয় পশ্চিম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রশিদপুর চা বাগান, বাহুবল একুশে বইমেলা পরিদর্শন, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই-এর বাসায় মধ্যাহ্নভোজে মিলিত হন। উল্লেখ্য, ঢাকায় কর্মরত সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্যরে আমন্ত্রণে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বাহুবল সফরে আসেন।