Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত ॥ পল্লী বিদ্যুতের সংযোগের নামে টাকা নেওয়া যাবেনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নারায়ন পাল, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুন নুর, ইউপি চেয়ারম্যানবৃন্দের মধ্যে ইমদাদুর রহমান মুকুল, এডঃ জাবিদ আলী, আশিক মিয়া, ছাইমুদ্দিন, আবু সিদ্দিক, আলী আহমদ মূসা, নজরুল ইসলাম, জাবেদুল আলম চৌধুরী সাজু, প্যানেল চেয়ারম্যান পঙ্কজ দাস, উপজেলা জাপা আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, ভারপ্রাপ্ত টিএইচও ইফতেখার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা, আনসার বিডিপি অফিসার আব্দুল আউয়াল, পল্লী বিদ্যুত ডিজিএম আব্দুল বারী প্রমূখ।
সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন শীত মৌসুমে চুড়ি ডাকাতি রোধে নবীগঞ্জে বিভিন্ন সড়কে রাতে পুলিশ টহল জোড়দার করা হবে। উপজেলার বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুৎ এর সংযোগ দেওয়ার নামে কেউ টাকা নিলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুমিহীন মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্ধকৃত প্লট অচিরেই তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া আগামী বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।