Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে আইন-শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত পাহাড় কাটা ও বালু পাচার রোধে টাস্কফোর্স কমিটি গঠন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মদ-গাঁজা, ইয়াবা, হেরোইন ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার এবং পাহাড়-টিলা কাটা বন্ধে ও বালু পাচার রোধে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে আয়োজিত উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে অফিসার ইনচার্জ বাহুবল, র‌্যাব, বিজিবি প্রতিনিধি ও সকল ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে এ টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।
উপজেলা আইন-শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, টাস্কফোর্সের আহ্বায়ক অভিযান পরিচালনাকালে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয় করবেন এবং পাহাড়-টিলা কাটা ও বালু পাচারের বিরুদ্ধে টাস্কফোর্স কমিটি মাসে কমপক্ষে ৩টি অভিযান পরিচালনা করবে। আইন-শৃংখলা কমিটির উপদেষ্টা ও প্রধান অতিথি এম এ মুনিম চৌধুরী বাবু বালু মহাল নিয়ন্ত্রণ করায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) গোলাম দস্তগীর, র‌্যাব ৯-এর ডিএডি সুশান্ত চাকমা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নুুর মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, শাহ আবদাল মিয়া, আজমল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, কামরুজ্জামান বশির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, প্রকৌশলী মনিরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রব শাহীন, কৃষি অফিসার রেজাউল করিম, ডাঃ রতœদীপ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা নুসরাত ইলাহী, আনসার ভিডিপি কর্মকর্তা আফসানা আঞ্জুম, মহিলা সদস্য রীনা রাণী দাস। উক্ত সভায় নিরঞ্জন সাহা নিরুকে বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেবকে উপজেলা আইন-শৃংখলা কমিটির সদস্য অন্তভূক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার শুরুতে কমিটির সভাপতি এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপর হামলার নিন্দা প্রস্তাব উপস্থাপন করলে বেশ কয়েকজন সদস্য এর সমর্থন করেন বলে বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন। এছাড়া উপজেলার মিরপুরে জুয়া ও মাদকের নিরাপদ আস্তানা বলে সকলেই এর বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ গ্রহনের অভিমত ব্যক্ত করেন।