Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ল’ কলেজের ছাত্রীকে হত্যাচেষ্টা মামলায় আটক স্বামীর জামিন না-মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ল’ কলেজের ছাত্রীকে হত্যাচেষ্টা মামলায় আটক স্বামী রমজান আলী ওরফে রাজুর (৩৫) জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গত রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদের গেইট থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।
পুলিশ জানায়, চুনারুঘাট পৌর এলাকার হাতুন্ডা গ্রামের হাজী নিম্বর আলীর পুত্র রাজমিস্ত্রী রমজান আলী ওরফে রাজু বিয়ে করে পাকুড়িয়া গ্রামের মৃত হাজী নুরুল ইসলামের কন্যা আসমাকে। বিয়ের পর প্রায়ই তার উপর যৌতুকের জন্য নির্যাতন চালাত। ২০১৫ সালে মে মাসে আসমাকে কৌশলে প্রাকৃতিক দৃশ্য দেখানোর কথা বলে সাতছড়ির গহীন বনে নিয়ে যায় স্বামী রমজান আলী। সেখানে ওৎ পেতে থাকে তার দুই সহযোগী। তারা আসমাকে জাপটে ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। বনকর্মীরা আসমার পরিবারের লোকজনকে খবর দিলে তারা আসমাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ ল’ কলেজের ছাত্রী আসমা বাদি হয়ে মামলা করলে ৩ বছর পর রাজু পুনরায় গত রবিবার ওই সময় আসমাকে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করে।