Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে হাইপারটেন এর উপর সাইন্টিফিক সেমিনার অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ ক্লিনিক্যাল প্র্যাকটিস এর ক্ষেত্রে হাইপারটেন এর উপর সাইন্টিফিক সেমিনার গতকাল রাতে হবিগঞ্জ শহরের স্কাই কুইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
জেলা বিএমএ ও দি একমি ল্যাবরেটরীজ লিঃ এর আয়োজিত অনুষ্ঠিত সেমিনারে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস। প্রধান অতিথি ছিলেন বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ। বিশেষ অতিথি ছিলেন ডাঃ হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ দেব, বিএমএ’র সিনিয়র সদস্য ডাঃ মোঃ জমির আলী, বিএমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জল।
স্পিকারের দায়িত্ব পালন করেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডাঃ এসএম হাবিবুল্লা সেলিম, সদর হাসপাতালের কনসালন্টেন ডাঃ সালেমান মিয়া, ডাঃ আফরোজা আক্তার। উপস্থিত ছিলেন, দি একমি’র রিজিওনাল সেল্স ম্যানেজার মোঃ মেহেদী হাসান, এরিয়া ম্যানেজার মোঃ কামাল উদ্দিন হাওলাদার প্রমূখ।