Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে লাখাইবাসী

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যানকেন্দ্র উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার না থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত লাখাই  উপজেলায় ২ টি উপস্বাস্থ্য কেন্দ্র ও ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে লাখাই ১নং উপস্বাস্থ্য কেন্দ্র, মোড়াকরি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মুড়িয়াউক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার না থাকায় এসব ইউনিয়নের হাজার হাজার জনগণ প্রাথমিক চিকিৎসার এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। লাখাই ১নং ইউনিয়নের বাসিন্দা সূর্য্য রায় বলেন, দীর্ঘদিন ধরে এ উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার না থাকাতে ঐ ইউনিয়নের জনগণ স্বাস্থ্য সেবা থেকে দুরে রয়েছেন।  বিত্তবানরা কোন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিলেও গরীব অসহায় মানুষজন পড়েছে বিপাকে বলে জানান তিনি। লাখাই ১নং ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমদ রুপন বলেন, আমার ইউনিয়নের ৪০ হাজার জনগণের এ উপস্বাস্থ্য কেন্দ্রটিতে ২ বছর ধরে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নেই। এতে স্বাস্থ্য সেবা মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে বলে জানান তিনি। একই অবস্থা মোড়াকরি ও মুড়িয়াউক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। মোড়াকরি পরিবার কল্যাণ কেন্দ্রে একমাত্র ভিজিটর ছাড়া আর কোন জনবল নেই। উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ও নেই দীর্ঘদিন ধরে। সেবা না পেয়ে দুর্ভোগে রয়েছেন এখানকার ইউনিয়নের জনগণ। মোড়াকরি ইউনিয়ন পরিষদে সচিব রঞ্জন দাস বলেন, প্রায় ৩৮ হাজার জনসংখ্যার এ ইউনিয়নে অনেক দিন ধরে পরিবার কল্যানকেন্দ্রে উপসহকারি কমিউনিটি মেডিকেল না থাকায় প্রাপ্য সেবা থেকে বঞ্চিত রয়েছেন জনগণ। তবে এ পরিবার কল্যান কেন্দ্রে গর্ভবতী মায়েদের ডেলিভারী সু-ব্যবস্থার কথা জানান তিনি। এদিকে মুড়িয়াউক ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার কল্যান কেন্দ্রে ৭ মাস ধরে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নেই। সেবা নিতে আসা অনেকেই উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। এ ব্যাপারে ওই পরিবার কল্যান কেন্দ্রে কর্মরত ভিজিটর প্রিতা মোদক বলেন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসারের সেবাটা হয়ত আমরা দিতে পারছিনা। তবে ভিজিটর হিসাবে আমার সেবা যা দেওয়ার মত তিনি ঠিকই দিয়ে যাচ্ছেন বলে জানান। মুড়িয়াউক গ্রামের ওয়াহেদুজ্জামান আগা মিয়া বলেন এ পরিবার কল্যান কেন্দ্রে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া অতি প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাজ্জাদ মাহমুদ বলেন, আমরা উপর মহলে বিভিন্ন চিঠিপত্র লিখে পাঠিয়েছি। সরকার যখন নিয়োগ দিবেন তখন হয়তো আমরা উপসহকারি কমিউনিটি মেডিকেল আফিসার পেয়ে যাব।