Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ব্র্যাকের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক কর্মশালা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে সরকারী সেবা প্রাপ্তি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার মুরাদপুর ইউনিয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুরাদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোতাহের মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সমন্বিত উন্নয়ন কর্মসূচী ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মুরাদপুর ব্র্যাক অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ সুজন আলী। সিনিয়র শাখা ব্যবস্থাপক সেন্টু গমেজ এর সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার ও চ্যানেল এস প্রতিনিধি মখলিছ মিয়া, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (মাইক্রোফাইন্যান্স) মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অরগানাইজার বিবেকানন্দ রায়, কর্মসূচী সংগঠক মোঃ সামেদুল, আহছানিয়া মিশন সৌহার্দ কর্মসূচী বানিয়াচং এর এম এ খালেক। এছাড়াও উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, কাজীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। বক্তারা সরকারী সেবা প্রাপ্তি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।