Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-কর্ণেল জিলুল রহমান

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ জিলুল রহমান বলেছেন, মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র পাশাপাশি জনসাধারনকে এগিয়ে আসতে হবে। মাদক আমাদের সমাজে একটি মারাতœক ব্যাধিতে পরিণত হয়েছে। একটি সাজানো ও সু-শৃংখল পরিবারকে ধ্বংস করতে একজন মাদকসেবীই যথেষ্ট। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি রবিবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ হল রুমে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের উদ্যোগে সচেতনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা ওসি (তদন্ত) মোঃ কাউসার আলম, চৌমুহনী ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, বিশিষ্ট মুরব্বী হাজী বজলুর রহমান ভূইয়া প্রমূখ।