Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আনন্দ শোভাযাত্রা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চে ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার-এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় দিবসটি উদযাপনের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সরকারী কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু,  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ও চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। শোভাযাত্রায় সরকারী সকল দপ্তরের কর্মকর্তা-কমাচারী এবং আওয়ামলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আনন্দ শোভাযাত্রা বের করার আগে সকালে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয় পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভভিত্তিক চলচ্চিত্র (ওরা ১১ জন) প্রদর্শন করা হয়। সবশেষে গত শুক্রবার অনুষ্ঠিত চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুনে দেন অথিতিবৃন্দ। শোভাযাত্রায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে পৃথক ব্যানার নিয়ে এবং পৌরসভার প্যানেল মেয়রের নেতৃত্বে পৌর পরিষদের ব্যানার নিয়ে অংশ নেন।