Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে সাবু শাহ (রহঃ) মাজারের সম্পত্তি জবর দখল

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় হযরত সাবু শাহ (রহঃ) এর মাজারের সম্পত্তি স্থানীয় একটি ভূমিখেকো চক্র জোরপূর্বক দখল করে রেখেছে। ওই মাজারের বিভিন্ন আয়ও লুটপাট করে নিচ্ছে তারা। প্রতিবাদ করায় মাজারের মোতাওয়াল্লিসহ কমিটিকে হুমকি দেয়া হচ্ছে। মোতাওয়াল্লি ও এলাকার লোকজন এ ব্যাপারে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, হবিগঞ্জের পুলিশ সুপার ও আজমিরীগঞ্জ থানার ওসির নিকট প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা গ্রহন না করায় ভক্তদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের উজান পাড়ায় ৩৬০ আওলিয়ার অন্যতম হযরত সাবু শাহ (রহঃ) এর মাজার রয়েছে। মাজার, মসজিদ ও কবরস্থানসহ ৬ একর ৪৭ শতক জমি মাজার কমিটির মোতাওয়াল্লির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি একই উপজেলার উজান পাড়ার কতিপয় ব্যক্তি এই মাজারের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে। তারা মাজারের আয়, মাজারের জমিতে থাকা গাছগাছালি ও পুকুরের মাছ নিয়ে যাচ্ছে। তাদের লুটপাটের কারণে মাজারের উন্নয়নের পথ রুদ্ধ হয়ে পড়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হল, উজান পাড়ার নুরল ইসলাম, আব্দুল মতিন, আব্দুল কাদির, আবুল হোসেন, সাজিদ মিয়া, ইসমাইল মিয়া, ইনু মিয়া, আব্দুল কাদির, আব্দুল হান্নান, ইয়াকুব আলী, মতাই মিয়া, সকত আলী, আবু তাহের ও মোতাহির। মাজারের মোতাওয়াল্লি ফরাজ আলীসহ দুইশতাধিক লোক স্বাক্ষরিত আবেদনে মাজারের সম্পত্তি জোরপূর্বক দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে।