মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

সৌলরী মডেল উচ্চ বিদ্যালয় সামনে সরকারি খাল রক্ষার উদ্যোগ নিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৪৯৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় সামনের সরকারি খাল রক্ষার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মনীষ চাকমা। স্কুলের পরিবেশ রক্ষার স্বার্থে তিনি আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তীকে খালটি রক্ষার জন্য নির্দেশ দেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী ভূমি অফিসের কর্মরত এক কর্মকর্তাকে পাঠিয়ে স্কুলের সামনে সরকারী খালের মাটি ভরাট না করার নির্দেশ দেন। এর পর ভূমিদস্যূ মৃত-নূর আলীর পুত্র জোতি মিয়া মাটি ভরাট বন্ধ রাখে। বর্তমানে জোতি মিয়া খালের মধ্যে আবারও মাটি ভরাট করে ঘর-বাড়ি তৈরী জন্য তাঁর কয়েকজন আত্মীয় স্বজনের সহযোগীতায় দৌরঝাপ শুরু করছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মনীষ চাকমা জানান, সরকারী খাল, বিল, জলাশয়সহ স্থাপনা কেউ দখল করতে পারবে না। যারা সরকারী জায়গা দখল করতে যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উল্লেখিত স্থানটি পরিদর্শন করে কাজ বন্ধ করার তড়িৎ পদক্ষেপ নেয়াসহ কাকাইলছেও ভূমি অফিসের মাধ্যমে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকায় সৌলরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি খালে মাটি ভরাট করায় পরিবেশ বিপর্যয়ের আশংকা শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদে উল্লেখ করা হয়, ২০১২ সালে আজমিরীগঞ্জের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্কুল ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরীর প্রচেষ্টায় সৌলরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্টিত হয়। বিদ্যালয়টির আশপাশের বোরো কৃষিজমির পানি নিষ্কাশনসহ সেচের জন্য ব্রিটিশ শাসন আমলের পূর্ব থেকে কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়ক ও মাঠের বামদিকে একটি সরকারি খাল রয়েছে। উক্ত খালটি কিশোরগঞ্জের ইটনার মৃগা গ্রামের থেকে আসা ভূমিদস্যু মৃত-নূর আলীর পুত্র জোতি মিয়া (৪৫) ও তাঁর পরিবার ও আত্মীয় স্বজনরা মাটি ফেলে দখলের চেষ্টা চালায়। এরই প্রেক্ষিতে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক মনীষ চাকমার নজরে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com