Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠক

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বাংলাদেশ-ভারত সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সিদাই সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী ও বিএসএফ-৪৮ ব্যাটালিয়নের কমান্ডেন্ট পিসি শর্শা। বিজিবির অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী জানান, সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বিজিবি। আর এই কার্যক্রমকে আরো তরান্বিত করতে, বিশেষ করে মাদক ও চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ একযোগে কাজ করার বিষয়ে পতাকা বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।