Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে দাস পার্টির খোঁজে বইয়ের পক্ষে-বিপক্ষে সভা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের মৌলিক উপখ্যান ‘দাস পার্টির খোঁজে’ এখন টক অব দ্যা আজমিরীগঞ্জ। মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে তথ্যভিত্তিক ভিডিও এবং বই প্রকাশ করে বিচারিক আদালতে মামলায় আসামী হয়েছেন লেখক এবং মুক্তিযোদ্ধা। দুই কোটি টাকার মানহানি মামলা। উপজেলার সর্বত্র একই আলাপ আলোচনা। কি আছে বইয়ে। কি বলেছেন মুক্তিযোদ্ধারা জানতে চাচ্ছেন এলাকাবাসী। আর পত্রিকায় কি আসছে এ ব্যাপারে নজর রাখছেন সাধারণ জনগণ। প্রতিটি পত্রিকায় পাঠক খোঁজ করছেন আজ কি আসছে। প্রায় প্রতিদিন মিছিল মিটিং হচ্ছে বই নিয়ে। এক দিকে ভূইয়া পরিবারের লোকেরা অন্য দিকে মুক্তিযোদ্ধারা। বইটির ৬৮ থেকে ৭৩ পৃষ্ঠা পর্যন্ত আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের কিছু কথা উঠে আসে। এর মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক ভূইয়া ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মেজবা ভূইয়া সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মেজবা ভূইয়া লেখক এবং যুক্তিযোদ্ধা ইলিয়াস চৌধুরীর উপর ২ কোটি টাকার মানহানি মামলা করেছেন। মামলায় লেখক এবং মুক্তিযোদ্ধা জামিনে আছেন। ‘দাস পার্টির খোঁজে’ বইটি প্রথম সংস্করণ বেরিয়েছিল ২০১৬ সনের অক্টোবর মাসে। দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে ২০১৬ এর বই মেলায়। এছাড়া বইটি ভারতেও একটি সংস্করণ বেরিয়েছে। লেখক হাসান মোরশেদ ১৫ নভেম্বর ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেছেন ‘রাজাকারকে রাজাকার বলবেন না, কারণ মামলা খাবেন’। ২২ নভেম্বর এক স্ট্যাটাসে লিখেছেন, আজমিরীগঞ্জের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আরো অনেক তথ্য পাওয়া গেছে। রাজাকারদের অবস্থান কোথায় ছিল, লঞ্চ বোঝাই মালামাল কোথায় গেছে, ৭০-এর নির্বাচন প্রচারণায় কারা বঙ্গবন্ধুকে আজমিরীগঞ্জে নামতে দেয়নি। এসব তথ্য ভিডিও করা হয়েছে। আগামী বই মেলায় নতুন তথ্যসহ ‘দাস পার্টির খোঁজে’ তৃতীয় সংস্করণ বেরোবে।