Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ প্রেসক্লাবে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা বলেছেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৮তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাই দেশে মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে প্রত্যেক মানুষকে আরো সচ্ছল হতে হবে। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে দেশে কর্মসংস্থান দিন বৃদ্ধি পাচ্ছে। তথ্য ও প্রযুক্তি এবং লার্নিং আর আর্নিং এর মাধ্যমে অনেকেই উন্নতির দিক এগিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, আব্দুল বারী লস্কর, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, শরীফ চৌধুরী, বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, পাবেল খান চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, মোহাম্মদ নুর উদ্দিন, এসএম সুরুজ আলী, মোঃ ছানু মিয়া, কাউছার আহমেদ, আলাউদ্দিন আল রনি, নুরুল ইসলাম মনি, উত্তম কুমার পাল হিমেল, শেখ আমির হামজা, আবুল কাশেম, প্রমূখ। পরে জেলা প্রশাসক হবিগঞ্জ প্রেসক্লাবের নির্মিত ৩য় তলার কাজ পরিদর্শন করেন। উল্লেখ্য কর্মশালা জেলার ৩২ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ গ্রহন করেন।