Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংসদে বক্তৃতাকালে প্রধানমন্ত্রীর ক্ষোভ ॥ সংরক্ষিত নারী এমপিরা নির্বাচিত এমপিদের সঙ্গে বিরোধ সৃষ্টি করে এলাকায় সংগঠনের ক্ষতি করছেন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নির্বাচিত এমপিদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপিদের প্রায়ই বিরোধ দেখা দেয়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নজরে এসেছে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় এ সংরক্ষিত নারী এমপিদের প্রতি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, আপনাদের সংরক্ষিত আসনে এমপি বানিয়েছি। আপনারা এখন নির্বাচিত আসনের এমপিদের সঙ্গে বিরোধ সৃষ্টি করে এলাকায় সংগঠনের ক্ষতি করছেন। এমন করলে আগামীতে এমপি বানানো তো দূরে থাক, সংরক্ষিত আসনই তুলে দেব। কাজ করলে করেন, না হলে সংগঠনের ক্ষতি করবেন না। কাকে কাকে মনোনয়ন দেব- সেটা আমার ঠিক করা আছে।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী হয়ে নির্বাচনী এলাকায় থেকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কার পে ভোট চাওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, বর্তমান সরকার গত ৮ বছরে দেশের যত উন্নয়ন করেছে, গত ৪০ বছরে অন্য সরকারগুলো তা করতে পারেনি। তাই ভোটে বিজয়ী হওয়ার আত্মবিশ্বাস নিয়েই নির্বাচনী এলাকায় কাজ করে যান। দেশের জনগণ আমাদের পইে রয়েছেন।
এ সংক্রান্ত সংবাদটি দেশের শীর্ষ¯’ানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে হবিগঞ্জের ফেসবুক ব্যবহারকারীরা সংবাদটির উল্লেখযোগ্য অংশটি হাইলাইট করে শেয়ার দিতে থাকেন। এছাড়াও প্রচুর লাইক এবং কমেন্ট পড়ে এ সংক্রান্ত পোস্টগুলোতে।
অনেকেই এমনও মন্তব্য করেন হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জে বিভিন্ন কর্মকান্ডে সাম্প্রতিককালের বিরোধকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কঠোর মনোভাব পোষণ করেছেন।