Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সরকারী শিশু পরিবারের দুই শিশু নির্যাতনের ঘটনা সালিশে নিস্পত্তি

স্টাফ রিপোর্টার ॥ সরকারী শিশু পরিবারের দুই শিশুকে পিটিয়ে আহত করার ঘটনা সালিশে নিস্পত্তি হয়েছে। গতকাল সকালে শিশু পরিবারে জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশ বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা মিতা, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক আবু নাইম মৃধা, সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, বহুলা গ্রামের সর্দার আব্দুল মান্নান, ইউপি সদস্য আবুল ফসল, অনু মিয়াসহ বহুলা গ্রামের মুরুব্বিয়ান।
সালিশ বৈঠকে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বিরোধ নিস্পত্তি হয়। এ সময় জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, শিশু পরিবারের এতিম শিশুদেরকে দেখভালের দায়িত্ব শুধু সরকারের একার নয়। এতিমদেরকে দেখভাল করার দায়িত্ব সবার। এটি সামাজিক দায়িত্ব। বিশেষ করে বহুলা গ্রামে যেহেতু প্রতিষ্ঠানটি অবস্থিত সেহেতু ওই গ্রামের সবাইকে এই প্রতিষ্ঠানের অভিবাবক হিসাবে দায়িত্ব পালন করতে হবে।