Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে তাহমিন ট্রাভেলস এর হজ্ব বিষয়ক কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে ফয়জে মদিনা বাড়িগাঁও মাদরাসা ও এতিমখানা মাঠে তাহমিন ট্রাভেলস উদ্যোগে হজ্ব বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্টিত হয়েছে। মুফতি ছালেহ আহমদ উয়াইসি এর সভাপতিত্বে মোঃ আবুল হাসনাত আবুল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহমিন ট্রাভেলস এর প্রতিষ্টাতা পরিচালক আলহাজ্ব আখলিছ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ ছিদ্দিকুর রহমান, মাওঃ অলিউর রহমান, বিশিষ্ট মুরব্বি মোঃ শওকত মিয়া, মোঃ ফরিদ মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ ময়না মিয়া ও শিপন আহমেদ। এছাড়াও জিয়াপুর, বাদেরায়ঘর, ভাটপাড়া, রায়ঘর জামে মসজিদের ইমামগন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তাহমিন ট্রাভেলস এর পরিচালক বলেন, ইংল্যান্ড শহরে বসবাস করে তিনি প্রতি বছর তাহমিন ট্রাভেলস এর পক্ষ থেকে হাজিদের নিয়ে প্রতি বছর  তিন বার পবিত্র মক্কা, মদিনা গিয়ে হজ্ব করে আসছেন। এবং তার প্রতিষ্টিত তাহমিন ট্রাভেলস দীর্ঘ ষোল বছর যাবত সুনামের সাথে হাজিদের সেবা দিয়ে আসছে। যারা তাহমিন ট্রাভেলস এর মাধ্যমে হজ্ব করতে গেছেন তারাই বলতে পারবেন কেমন সেবা দেয়া হয়। তিনি আরো বলেন এখন ট্রাভেলস এর কোন অভাব নেই। ট্রাভেলস মালিক বলেন একটি সেবা দেন আরেকটি। কিন্তু তাহমিন ট্রাভেলস শুরু থেকেই প্রতিশ্র“তি অনুযায়ী সেবা দিয়ে আসছে। পরে প্রধান অতিথি তাহমিন ট্রাভেলস এর প্রতিষ্টাতা পরিচালক আলহাজ্ব আখলিছ মিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ফয়জে মদিনা বাড়িগাঁও মাদরাসা ও এতিমখানার প্রতিষ্টাতা পরিচালক মুহতামিম মুফতি ছালেহ আহমেদ উয়াইসি।