Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভোক্তা অধিকার আইনে শহরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে শহরের খোয়াইমুখ এবং চৌধুরীবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী, খাদ্যের মধ্যে মাছি বসে থাকা, ঢাকনাবিহীন খাদ্য রাখায় ধুলাবালী পরাসহ বিভিন্ন কারনে ইফা হোটেলকে ১হাজার, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি এবং ওজনে কম দেওয়ার দায়ে শিউলি পোল্ট্রি ফার্মকে ১৫হাজার, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করার উদ্দেশ্যে দোকানে রাখার অপরাধে শিউলী স্টোরকে ৩হাজার ও খাদ্যপণ্যের প্যাকেটে মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করার উদ্দেশ্যে দোকানে রাখা ও ট্রেড লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন কারনে পলি স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এইসব এলাকায় মুরগী ব্যবসায়ীদের ডিজিটাল মিটার ব্যবহার করার জন্য নির্দেশনাও দেওয়া হয়।