Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের আহত টিউবওয়েল মেস্তুরী নজির অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বেগমখান চা বাগানে নির্যাতিত টিউবওয়েল মেস্তুরী নজির অবশেষে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশ পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, চুনারুঘাট পৌর শহরের নয়ানী গ্রামের মৃত রজব আলীর ছেলে টিউবওয়েল মেস্তুরী মোঃ নজির মিয়া (৪৫) গত ১৩ নভেম্বর ভোর ৫টার দিকে প্রতিদিনের ন্যায় বেগমখান চা বাগানে টিউবওয়েল বসানোর কাজে গেলে পূর্ব শত্র“তার জের ধরে বাগানের নাচঘরের সামনে যাওয়া মাত্রই শশি মুদির ছেলে শ্যামল মুদি, ডকা বাগতীর ছেলে লীচরন বাগতী, মকন্ড কর্মকারের ছেলে চন্দ্র কর্মকার, বেগম চা বাগানের সহকারী ম্যানেজার অরুন চাকমা, হেড টিলা বাবু স্বপনসহ একদল সশস্ত্র দুর্বৃত্ত নজির মিয়ার গতিরোধ করে কিছু বুঝে উঠার আগেই রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে এলোপাতারী হামলা চালায়। এ সময় তাঁর ডান হাত ভেঙ্গে যায় এবং মাতা তেথলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে নজিরের অবস্থার অবনতি ঘটলে তাকে নিয়ে যাওয়া হয় রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত সাড়ে ১১টায় মারা যায়। ঘটনার পর সুজন মিয়া বাদী হয়ে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শ্যামল মুদিসহ ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল বুধবার চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।