Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের কৃতি-শিক্ষার্থী ও অভিভাবক সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃতি-শিক্ষার্থী ও অভিভাকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার হবিগঞ্জ সুরবিতান মিলনাতয়নে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি অনিল চন্দ্র গোপ। সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ এর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ব্যাংকার এসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম, সোনালী ব্যাংক এর ডিজিএম মোঃ মোছলেহ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষি ব্যাংক নাগুড়া শাখার ম্যানেজার আব্দুল ওয়াহিদ ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ম্যানেজার টিএসএন সেলিম সিদ্দিকী।
বক্তব্য রাখেন অভিভাবক কৃষি ব্যাংকের এজিএম সত্য নারায়ণ দাশ, জনতা ব্যাংকের এসপিও মমিনুর রহমান খান, আইএফসি ব্যাংকের ম্যানেজার আব্দুল কাইয়ূম চৌধুরী, অগ্রণী ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল আজিম, প্রাইম ব্যাংকের ম্যানেজার অরুনাংশ কুমার দাশ, কৃষি ব্যাংকের সাবেক এসপিও খয়ের উদ্দিন আহমেদ, নবীন ব্যাংকার শাহ্ জয়নাল আবেদীন রাসেল, প্রণয় পাল প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, প্রাইজবন্ড ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আগামী দিনের দেশের কর্ণধার। তাই নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি মানবিক গুনাবলির বিকাশ ঘটাতে হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।