Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দদের অনুরোধে ও প্রশাসনের মধ্যস্থতায় শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে উক্ত ধর্মঘট স্থগিত করা হয়। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার চৌধুরীবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এন.এম ফজলে রাব্বী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূইয়ার পরিচালনায় এক জরুরী সভায় উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ উস্তার মিয়া, আলাই চৌধুরী, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ, মনিরুল আলম বাছির, আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম আখঞ্জী, মহিবুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক রহিম বাদশা, অর্থ সম্পাদক সাইফ উদ্দিন জাবেদ, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী অনিক, ক্রিড়া সম্পাদক স্বপন কুমার গোপ, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল মিয়া, সদস্য আব্দুস সালাম প্রমুখ। উল্লেখ্য, জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে হবিগঞ্জ পৌরসভা কর্তৃক টমটম মালিক শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ৩৬ লক্ষ টাকা আদায়, বর্তমান মালিকের নামে নামকরন, জিডি এন্ট্রি ও বিভিন্ন কারনে আটক নাম্বার প্লেইটগুলো প্রকৃত মালিকের হস্তান্তর। চৌধুরী বাজার থেকে শায়েস্তানগর-নতুন বাসষ্ট্যান্ড সরাসরি ১০ টাকা, উঠা-নামা ৫ টাকা ভাড়ার তালিকা বহাল রেখে ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের টমটমের ধর্মঘট ডাকা হয়।