Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

টমটম মালিক-শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে পৌরসভার তদন্ত রবিবার

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরএলাকায় টমটম মালিক-শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাদা আদায়কারীদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম করবে হবিগঞ্জ পৌরসভা। আগামী রবিবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে বেলা ১১টায় ওই কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয় গত ১৭ অক্টোবর টমটম মালিক-শ্রমিকদের নিকট থেকে অবৈধ চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য হবিগঞ্জ পৌরসভায় পত্র প্রেরণ করে হবিগঞ্জ জেলা প্রশাসন। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ১৪ নভেম্বর হবিগঞ্জ পৌরপরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তদন্তের জন্য পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিনকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২৬ নভেম্বর পৌরভবনে বেলা ১১টায় তদন্ত কার্যক্রম আহবান করে। ওই তদন্ত কার্যক্রমে অভিযোগকারী জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয় বিবৃতিতে।