Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এমপি মুনিম চৌধুরী মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করা হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ-বাহুবলের জাতীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, সকলের সহযোগিতার মাধ্যমেই শিক্ষাকে এগিয়ে নিতে হবে। শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রয়োজন। উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে শিক্ষার্থীরা ভবিষ্যতে শিক্ষার বিকাশ ঘটাতে পারবে। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য অচিরেই ঐতিহ্যবাহী মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করা হবে। গতকাল শনিবার দুপুর ১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আ.ক.ম উস্তার মিয়া তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য শামীম আহমেদ-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাহুবল উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও বাহুবল উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল হাফেজ তালুকদার মানিক, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সামাদ মেম্বার, আজব আলী, এম এ হাসিম, তোতা মিয়া, ইউপি সদস্য ধন মিয়া, লামাতাসী ইউপি’র সাবেক চেয়ারম্যান ডাঃ আবুল হোসেন, ইউপি সদস্য ডাঃ গোপেশ, নুর ইসলাম তালুকদার, নবীগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সভাপতি এম এ মতিন, বাহুবল উপজেলা যুব সংহতির সভাপতি মাসুক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এমরান চৌধুরী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ূব আলী ও সহকারী শিক্ষক আব্দুস সামাদ প্রমূখ।
সভা শেষে অতিথিবৃন্দ ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।