Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের করগাঁওবাসী ডিজিটাল যুগের স্বাদ পাবে কী?

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হয় নৌকা না-হয় বাঁশের সাকু। এই দু-ই হচ্ছে যাতায়াতের ভরসা। নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষকে এভাবে যাতায়াত করতে হচ্ছে যুগ যুগ ধরে। ডিজিটাল যুগ আরো আগে থেকেই শুরু হলেও ওই এলাকার লোকজন কতটুকু ডিজিটাল স্বাদ পেয়েছে একটি ছবিই এর জানান দিচ্ছে। ইউনিয়ন পরিষদের সন্নিকটে শাখাবরা নদীটি দুই ভাগ করে দিয়েছে এলাকার মানুষকে। এই নদীটি করগাও ইউনিয়নের সাকুয়া, সর্দারপুর, জৈনপুর, মুড়ারপাটলী, ফতেনগর এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ঝুকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন। অথচ একটি ব্রিজ নির্মাণ করা হলে ওই এলাকাবাসী যোগাযোগসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়ে যেতে পারত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে নেকনজর দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।