Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গোপীনাথ পুকুর দখলমুক্তকরণ প্রক্রিয়া শুরু পৌরসভার পুকুরপাড় পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোপীনাথপুর পুকুরপাড়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শুক্রবার সকালে মেয়র আলহাজ্ব জি.কে গউছ, পৌরকাউন্সিলরবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে ওই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পৌরসভার ৪ নং ওয়ার্ডে পৌরসভার মালিকানাধীন গোপীনাথপুর পুকুর দখলমুক্তকরণের দাবীতে সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতিতে আইনী ব্যবস্থা গ্রহণের ঘোষণার ৩ দিন পর এ পরিচ্ছন্নতা অভিযান চালালো পৌরসভা। গত ১৪ নভেম্বর গোপীনাথপুর পুকুর সম্পর্কিত উদ্ভুত পরিস্থিতি নিয়ে পৌরপরিষদের বিশেষ সভা আহবান করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। ওই সভায় পৌরসভার সংস্থাপন ও অর্থবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পৌরকাউন্সিলর মোঃ আলমগীরকে এ ব্যাপারে আইনী প্রক্রিয়া অনুসরণ করে পৌরসভার পক্ষ হতে পুকুর দখলমুক্ত করণের উদ্যোগ গ্রহণের দায়িত্ব দেয়া হয়। সেই সাথে ১৭ নভেম্বর পরিচ্ছন্নতা অভিযানেরও সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী গতকাল শুক্রবার সকালে পরিচ্ছন্নতা অভিযান শুরুর সময় গোপীনাথপুর পুকুর পাড়ে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মেয়র। তিনি বলেন গোপীনাথপুর পুকুর নিয়ে সচেতন মহলের উদ্বেগের সাথে পৌরসভার সম্পূর্নভাবে একাত্মতা প্রকাশ করছে। সচেতন মহলের দাবীকে আমলে নিয়ে এই পুকুর পুনরুদ্ধারে আইনী ব্যবস্থা নিবে পৌরসভা। তিনি নায়েবের পুকুর, পুরানমুন্সেফী পুকুর সংরক্ষণসহ সকল ইতিবাচক উদ্যোগে অতীতে পৌরসভা যেভাবে জনগণকে পাশে পেয়েছে ভবিষ্যতেও তেমনি পৌরবাসীর সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, নায়েবের পুকুর রক্ষা কমিটির সমন্বয়কারী আব্দুর রকিব রনি, পরিবেশকর্মী বিজন বিহারী ভৌমিকসহ অন্যান্যারা।