Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করণ, সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও ২০১৫-২০১৬ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং বার্ষিক পরীক্ষার মেধা পুরস্কার  প্রদান ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শৈলেন চন্দ্র দাশের সভাপতিত্বে এবং শিক্ষক মোছাঃ শেলিনা বেগম ও তপন চন্দ্র পালের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও কমিউনিটি পুলিশিং নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, নবীগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া। এছাড়া ও বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক অমুল্য চন্দ্র দাশ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুধীর চন্দ্র দাশ, তোয়াহিদ মিয়া, সাবেক মেম্বার শশাঙ্ক শেখর দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশীষ কুমার দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার দাশ, সুদীন দাশ শান্ত, ফনি ভূষন দাশ, কনক দাশ, রিন্টু দাশ, অঞ্জনা রানী দেব।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নে স্কুলের ম্যানেজিং কমিটিসহ শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে সন্তোষ প্রকাশ করেন এবং স্কুলের রাস্তা মেরামতের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ৬ লাখ টাকা অনুদান ঘোষনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে প্রবেশ পত্র, ফাইল, কলম, বৃত্তিপ্রাপ্তদের জ্যামিতি বক্স এবং বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে খাতা ও কলম উপহার তুলে দেন।