Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বেচ্ছাসেবক নাম ভাঙ্গিয়ে টমটম মালিক ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ে হবিগঞ্জ পৌরসভার অসন্তোষ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরএলাকায় টমটমের চেকার, লাইনম্যান বা এ জাতীয় পৌরসভার কোন স্বেচ্ছাসেবক নেই। হবিগঞ্জ শহরে বিভিন্ন রাস্তায় সম্প্রতি টমটমের চেকার, লাইনম্যান ইত্যাদি নামে কিছু স্বেচ্ছাসেবী দেখা যায় যাদের সাথে হবিগঞ্জ পৌরসভার কোন সম্পর্ক নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা স্বেচ্ছাসেবক নাম ভাঙ্গিয়ে শহরে সাধারণ টমটম মালিক ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় সহ নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডে সাধারণ টমটম মালিক-শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে চেকার, লাইনম্যান ইত্যাদি নামধারীদের দৌরাত্ম্যে সবাই অতিষ্ট। হবিগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় এসকল স্বেচ্ছাসেবীদের সাথে পৌরসভার কোন সম্পর্ক নেই। এ ব্যাপারে পৌরবাসীর বিভ্রান্তি দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করে পৌর কর্তৃপক্ষ।