Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ক্লিনিক উদ্বোধনকালে ডাঃ মুশফিক চৌধুরী ॥ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, গ্রামীণ জনপদের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের বড় সফলতা কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক তৃণমূল মানুষকে শুধু স্বাস্থ্যসেবাই দিচ্ছে না, স্বাস্থ্যসেবা সম্পর্কিত যে সচেতনতা সৃষ্টি করেছে সেটা সার্বিক স্বাস্থ্য সূচকে ইতিবাচক ফল নিয়ে এসেছে। স্বাস্থ্যসেবা ও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবৈদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার রাতে দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গালিমপুর গ্রামে জেলা পরিষদের অর্থায়নে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লাল মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন আহমেদ, উপজেলা অগ্রযাত্রা সাধারণ সম্পাদক আলী হাছান লিটন, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাক তালুকদার। বক্তব্য রাখেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ বাহুবল আসনে ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হওয়ার আহবান জানান। এছাড়া দুপুরে বাউসা ইউনিয়নের বদরদি (নোয়াপাড়া) গ্রামে একটি নতুন মসজিদের উদ্বোধন করেন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।