Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল উপ-নির্বাচনের বিজয়ী তারা মিয়ার নাম গ্যাজেটভূক্ত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী তারা মিয়ার নাম গ্যাজেটে প্রকাশ করা হয়েছে। ফলে তিনি এখন সরকারিভাবে নির্বাচিত জনপ্রতিনিধি।
১৪ নভেম্বর বাংলাদেশে গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় এই সরকারি ফলাফল প্রকাশ করা হয় এবং অনলাইনে প্রচার করা হয়। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তারা মিয়া বিএনপি প্রার্থী চান মিয়াকে ভোটযুদ্ধে পরাজিত করেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, গ্যাজেট প্রকাশের কথা তিনি জেনেছেন। তবে এখনও অফিসে এসে গ্যাজেটের কপি পৌঁছেনি। গ্যাজেট আসার পরই শপথের আয়োজন করা হবে। জেলা প্রশাসক মনীষ চাকমা তারা মিয়াকে শপথ করাবেন।
হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম জানান, নির্বাচনের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু শপথের জন্য সরকারি ফলাফল গ্যাজেটে প্রকাশ হতে হয়। এখন যেহেতু সরকারি ফলাফল গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে, এর কপি আসামাত্রই শপথের আয়োজন করা হবে।
প্রসঙ্গত, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী শিহাব আহমেদ সাকিব আমেররিকা চলে যাওয়ায় পদটি শূন্য হলে সেখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরো জেলাবাসী সেই নির্বাচনের দিকে তাকিয়ে ছিলেন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নেতাকর্মীরাই নিজেদের অবস্থান জানান দিতে নির্বাচনে জয়লাভের জন্য ঝাঁপিয়ে পড়েন। তবে শেষ হাসি হাসেন নৌকা প্রতিকের প্রার্থী তারা মিয়া।