Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমাদের কৃতজ্ঞতা

আমরা ডাঃ মোঃ জমির আলী ও তাহমিনা বেগম গিনি (সদ্য সাবেক রোটারিয়ান) দীর্ঘদিন ঐতিহ্যবাহী রোটারী ক্লাব অব হবিগঞ্জের গর্বিত সদস্য ছিলাম। আমাদের উভয়ের ব্যক্তিগত কারনে আমরা গত ২৯ জুন সদ্য সাবেক ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বাদল কুমার রায়ের নিকট ক্লাবে উপস্থিত হয়ে স্বহস্তে ক্লাব থেকে পদত্যাগ পত্র তুলে দেই এবং তিনি প্রাপ্তি কপিসহ পদত্যাগ পত্র গ্রহন করেন। কিছুদিন অপেক্ষা করার পরও কোন জবাব না পেয়ে বর্তমান প্রেসিডেন্টের কাছে নতুন করে বিগত ২৬.০৮.২০১৭ইং লিখিত রিমাইন্ডার দেই এবং পদত্যাগ পত্র গ্রহন করার জন্য মৌখিকভাবে অনুরোধ করি। দীর্ঘ প্রায় সাড়ে ৪ মাস অপেক্ষার পর গত ১২.১১.২০১৭ইং ক্লাবের বোর্ড মিটিং এ আমাদের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়। এজন্য ক্লাব প্রেসিডেন্ট ও সকল বোর্ড মেম্বারগণকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা ক্লাবের সদস্য না থাকলেও ক্লাবের মধুর স্মৃতিগুলো মনে রাখবো ও আমাদের বন্ধুত্বের বন্ধন ও রোটারী ফেলোশীপ অম্লান রাখার চেষ্টা করবো। কারণ আপনাদের মত সুন্দর মনের মানুষদের আমরা মিস করতে চাই না। আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় সকল ক্লাব সদস্যদের সার্বিক সহযোগিতা এখনও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। রোটারী ক্লাব অব হবিগঞ্জের সকল সদস্য সুস্থ এবং ভালো থাকুন এই কামনা করি। জয় রোটারী, জয় রোটারী ক্লাব অব হবিগঞ্জ।