Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলাপুর ও যাত্রাবড়বাড়ি গ্রামের সংঘর্ষের ঘটনা শালিসে নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার ॥ মাছ ধরা নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর ও যাত্রাবড়বাড়ি গ্রামের সংঘর্ষের ঘটনা শালিসে নিষ্পত্তি হয়েছে। গতকাল গোপালগঞ্জ বাজারে অনুষ্ঠিত শালিসে যাত্রাবড়বাড়িকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ধর গ্রামের আহত শাহাবুদ্দিনের চিকিৎসায় উক্ত টাকা ব্যয় হবে। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জ বাজার খালটি সকলের জন্য উন্মক্ত থাকবে তবে কেহ মেশিনে সেচ দিয়ে মাছ ধরতে পারবে না। শালিসে উপস্থিত ছিলেন-এডঃ আবু জাহির এমপি, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা আওয়ামীলীগরে সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী লিটন, সদৃঅর এম এ মন্নান, নুরুজ্জামান চৌধুরী প্রমুখ মুরুব্বীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গোপালগঞ্জ বাজার খালে মেশিন দিয়ে সেচের মাধ্যমে পানি শুকিয়ে যাত্রবড়বাড়ি গ্রামের লোকজন মাছ ধরে। এতে বাধা দেয় আলাপুর গ্রামের লোকজন। এর জের ধরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আলাপুর গ্রামের পক্ষ নিয়ে রায়ধর ও শ্রীপুরের কিছু লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে।