Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কেয়া চৌধুরী এমপি’র উপর হামলার প্রতিবাদে আগামীকাল বাহুবলে অবস্থান ধর্মঘট কাল

ব্হুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপি’র উপর হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে অবস্থান ধর্মঘট ডাকা হয়েছে। সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিটির সভাপতি ডা. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আসকার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম সম্পাদক মুশাহিদ আলী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুর রশিদ, মুক্তিযোদ্ধা নূর মিয়া, মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা আমির হোসেন, মুক্তিযোদ্ধা হাবিব উল্লা (মেম্বার), মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, ছুরুক মিয়া তালুকদার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ।
সভা শেষে সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুছাব্বির শাহীন জানান, আগামীকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়েছে। ধর্মঘটে উপজেলার সবকটি ইউনিয়ন থেকে ব্যাপক লোক সমাগম ঘটনোর প্রস্তুতি নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর বিকেলে বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন বেদে পল্লীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি সহায়তা বিতরণকালে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সন্ত্রাসী হামলা শিকার হন। এরপর থেকে বাহুবল, নবীগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত হয়েছে। ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি।