Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে পুনঃবহালের দাবী

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার এক সভা সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনকে বিদ্যালয় থেকে অবৈধভাবে জোড়পূর্বক ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়ার বিষয়টি জোড়ালো ভাবে আলোচনা হয়। দীর্ঘ ৭ মাস ধরে বিদ্যালয়ের সভাপতি তজম্মুল হক চৌধুরী সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে যোগাযোগ করা হলে সমিতির নেতৃবৃন্দকে তারা নানা অজুহাতে সময় ক্ষেপন করেছেন। এতে সমিতির নেতৃবৃন্দ বিষ্মিত হয়েছেন। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি সরকারি নিয়ম নীতি লংঘন করেছেন। এসব কাজে বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা তাদের অন্যায়ভাবে সহযোগিতা করে আসছেন। সভায় প্রধান শিক্ষক জাকির হোসেনকে পুনঃবহাল করার জোরদাবি জানানো হয়। অন্যথায় শিক্ষক সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ কামাল হুসেন, হেমায়েত আলী খান, রানা লাল দাশ, গোলাম রব্বানী, আবু তাহের, তাবেদুল ইসলাম, অজয় কুমার দাস, দীপক কুমার ঘোষ, ইমদাদুল হক, নির্মল আচার্য্য, আব্দুল্লাহ মিয়া, আবু বকর সিদ্দিক, মিঠুন দাশ প্রমূখ।