Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না আওয়ামীলীগ-গউছ

SAMSUNG CAMERA PICTURES

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, দেশে এখন ঘরে ঘরে মানুষের আহাজারি। মানুষ প্রতিনিয়ত নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। মানুষের জান মালের নিরাপত্তা নেই। এ অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। মানুষ পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।
তিনি গতকাল সোমবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা মহিলাদলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেয়র জি কে গউছ আরও বলেন, জনগণকে ভয় পায় বলেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না আওয়ামীলীগ। তারা আবারও ভোটারবিহীন নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায়। কিন্তু বিএনপিকে বাহিরে রেখে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না।
জেলা মহিলাদলের সহ-সভাপতি আলেয়া বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুল্লাহ হিল কাফি, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, পৌর তারেক পরিষদের সভাপতি জাকির হোসেন রানা, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, পৌর মহিলাদলের সভাপতি সুরাইয়্যা আক্তার রাখি, সাধারণ সম্পাদক সামিনা আক্তার, মহিলাদল নেত্রী আইরিন বেগম, শামিমা বেগম, রেহেনা বেগম প্রমুখ।