Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ্ ॥ বঞ্চিত মানুষকে আইনী সহায়তায় লিগ্যাল এইডকে কাজ করতে হবে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মাঠে বানিয়াচং উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ। আইনজীবী মুর্শেদুজ্জামান লুকু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান জেলা আইন সহায়তা  প্রদান কমিটির মোঃ আতুবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ বিচারক  (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর প্রশান্ত কুমার বিশ্বাস,  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোলায়মান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন, আব্দুর রহিম, সহকারী জেলা জজ জাকি আল ফারাদী, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, ওয়ারিশ উদ্দিন খান, আবুল কাশেম চৌধুরী, আহাদ মিয়া, আয়না পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাশেদ আহমদ খান, মাওলানা আতাউর রহমান খান, হিন্দু নিকাহ রেজিষ্টার দ্বিপক কুমার ঘোষ। প্রধান  অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ্ বলেন, অসহায় হতদরিদ্র, নির্যাতিত মানুষ যেন তার আইনী অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে লিগ্যাল এইড কমিটিকে কাজ করে যেতে হবে। বিশেষ করে উপজেলা চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানদের  এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, লিগ্যাল এইড এর কার্যক্রম সম্পর্কে জনগণের মাঝে তুলে ধরে সচেতনতা সৃষ্টি করলেই অসহায়, হতদরিদ্র এবং নির্যাতিত মানুষ লিগ্যাল এইড এর মাধ্যমে আইনী সহায়তা নিতে আগ্রহী হয়ে উঠবে।